5.00
(1.00)
Dipu Biswas
1 Course • 20 Students
5.00
(1.00)
Biography
আমি দিপু বিশ্বাস। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ও ফ্রিল্যান্সার। VectStock এর Founder & CEO. আমি বর্তমানে সাতক্ষীরায় ফ্রিল্যান্সিংয়ে সেরা ইন্সটিটিউট ও এজেন্সি “Creative Space” এর চীফ ডিজাইন ম্যানেজার হিসেবে আছি।
তাছাড়া আমার আরেকটি ছোট্ট পরিচয় হলো, আমি বাংলাদেশ থেকে চায়না মাইক্রোস্টক মার্কেটপ্লেস “Lovepik” এর অ্যাম্বাসেডর হিসেবে আছি। আমি মূলত প্রিন্ট এবং ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করি। ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি ২০+ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ও মার্কেটপ্লেসের বাইরের ক্লায়েন্টে সাথে। পাশাপাশি অনলাইন ও অফলাইনে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার সঠিক গাইডলাইন দিচ্ছি হাজারো তরুণ তরুণীদের।
বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য অনেক অনলাইন প্লাটফর্মে আছে আমার বেশ কিছু কোর্স এবং এখন অনলাইন অফলাইন মিলে আছে ১০,০০০ হাজারেরও বেশি Students.